ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

করোনায় রংপুর বিভাগে ১৫ দিনে ১৮৪ মৃত্যু

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৮৪ জনের। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এক হাজার ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৪২ জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ১৮ দশমিক ৭৭ শতাংশ। রোববার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় যারা মারা গেছেন তাদের মধ্যে দিনাজপুরের পাঁচ জন, ঠাকুরগাঁওয়ের তিন জন, রংপুরের দুজন, কুড়িগ্রামের একজন ও নীলফামারীর একজন রয়েছেন।


শনাক্তদের মধ্যে কুড়িগ্রামের ৫৫ জন, দিনাজপুরের ৪৮ জন, রংপুরের ৩৯ জন, ঠাকুরগাঁওয়ের ৩১ জন, পঞ্চগড়ের ২৫ জন, নীলফামারীর ২৩ জন, গাইবান্ধার ১৩ জন ও লালমনিরহাটের আট জন রয়েছেন। বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ‌‌১০৪ জনে এবং মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ৪৫০ জন।


এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪১ হাজার ২৩২ জন।

ads

Our Facebook Page